নারায়ণগঞ্জে খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
নারায়ণগঞ্জে খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় নারায়ণগঞ্জে খাদ্য নিরাপত্তা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কর্মশালা বাস্তবায়ন করে গ্লোসি মিডিয়া।

রবিবার (১৪ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আফম মুশিউর রহমান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুরাইয়া সাইদ নাহার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য পরিদর্শক মো. গোলাম কিবরিয়া। জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ’র সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় খাদ্য উৎপাদন ও বিপননের সাথে জড়িত ব্যবসায়ী,সরকারী,বেসরকারী, এনজিও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্লোসি মিডিয়ার সমন্বয়কারী কামরুল ইসলাম ও চীফ অপারেটিং অফিসার মাঈনূর রহমান। কর্মশালা শেষে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে ট্রাকযোগে শহরের বিভিন্ন সড়কে গানে গানে প্রচারণা চালানো হয়।

Write to Jahangir Hossain

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here