না.গঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ “রক্তে রক্তে বন্ধন হোক, রক্তে লাকুক ঢেউ, আমার চোখে দেখবে ধরা, নতুন করে কেউ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে  নারায়ণগঞ্জে পালিত হোল জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২১। এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর)  সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া)  হাসপাতালের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. সাব্বির আহমেদ,  জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক (ভারপ্রাপ্ত) ডা. শেখ ফরহাদ,  ও জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মেডিকেল অফিসার (প্যাথলজি) ডা. ঝুমা সাহ প্রমূখ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেন’র সঞ্চালনায় সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে একটি র‌্যালী হাসপাতালে চত্বর প্রদক্ষিণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here