প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা// নগরীর মাসদাইরস্থ মুসলিম একাডেমির উদ্যোগে তিন শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। গতকাল ২২ মার্চ (শনিবার) নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সেবা মূলক সংগঠন মুসলিম একাডেমি শহরের মাসদাইর বাজার এলাকায় নিজস্ব ভবনে প্রতি বছরের মতো এবারো পবিত্র ঈদুল ফিতর
উপলক্ষে এলাকার সুবিধা বঞ্চিত তিন শতাধিক পরিবারের মাঝে উন্নত মানের চাল, তেল, দুধ, চিনি ও সেমাই দিয়ে তৈরী ঈদ সামগ্রী প্যাকেট তুলে দেয়া হয়।
আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নির্বাহী পরিচালক আলহাজ¦ মোহাম্মদ নুরুল ইসলাম খানের সঞ্চালনায় ও আলহাজ¦ মোহাম্মদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. তৈমুর আলম খন্দকার।
এসময় আরো উপস্থিত ছিলেন একাডেমির উর্ধ্বতন সহ সভাপতি আলহাজ¦ আবু সিদ্দিক ভূঁইয়া,সহ সভাপতি মোস্তফা কামাল ও হাজী মোহাম্মদ হোসেন মেখ, যুগ্ম নির্বাহী পরিচালক মাকছুদুল আলমখন্দকার, সহ নির্বাহী পরিচালক খসরু নোমান, পরিচালক অর্থ আলহাজ¦ শাহাবদ্দিন আহম্মদ খন্দকার, পরিচালক দপ্তর ও প্রচার মোঃ আব্দুল হলিম, পরিচালক শিক্ষা ও সংস্কৃতি শাহ আলম ভূঁইয়া, পরিচালক ক্রীড়া মোঃ রবিউল আলম খাঁন, পরিচালক পাঠাগার নাজমুর কবির নাহিদ, পরিচালক সমাজ কল্যান মোঃ মনির হোসেন খাঁন, পরিচালক ধর্ম ডাঃ মোঃ নূরুল হক, পরিচালক আলহাজ¦ শাহজাহান আহাম্মদ প্রধান, আলহাজ¦ গোলজার হোসেন, আলহাজ¦ আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান খান ও আলহাজ¦ জাহাঙ্গীর আলম, আজীবন সদস্য এস.এম শাহীন ও আলহাজ¦ আব্দুল হক মুন্সী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য মুসলিম একাডেমি প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ ধরনের কার্যক্রম ছাড়াও এলাকার মৃত ব্যক্তিদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল, বিনামূল্যে দাফন কাফনের ব্যবস্থা, অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরন, বৃক্ষরোপন কর্মসূচী, শীতবস্ত্র বিতরন সহ বিভিন্ন সেবা ও কল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।