প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানাধীন ২৩নং ওয়ার্ডে অবৈধভাবে ড্রেজারের বালুর পাইপ রাস্তার উপর দিয়ে নেয়াতে জনদুর্ভোগ সৃস্টির অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। ড্রেজারের পাইপ ফেটে বিষ্ফোরন ঘটায় আতকিংত সাধারন জনগণ। স্থানীয়রা ব্যবস্থা নেয়ার দাবী জানালেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা।
তবে জনগনের পক্ষ থেকে দ্রুত ব্যাবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসনকে। এ বিষয়ে ড্রেজারের পরিচালনাকারীদের সাথে যোগাযোগ করা হলেও তাদেরকেও পাওয়া যায়নি। বন্দর থানাধীন ২৩ নং ওয়ার্ড অবৈধভাবে বছর পর বছর ড্রেজার বালুর ১২ইঞ্চি পাইপ রাস্তার উপর দিয়ে জনদুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ও কৃষি জমি, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী এলাকাবাসীর।