প্রেসনিউজ২৪ডটকমঃ বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলা পরিষদের সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলামকে ফুলেল অভ্যর্থণা জানিয়েছে বন্দরের শিল্পীবৃন্দ। ১১ ডিসেম্বর সোমবার বেলা ১টায় বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু’র নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে এ অভ্যর্থণা জানানো হয়।
এ সময় বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তথা শিল্পকলা একাডেমি’র সদ্য নিবন্ধনকৃত সদস্য সালিমা হোসেন শান্তা,একাডেমি’র সংগীত শিক্ষক সাবেক কার্যকরি সদস্য মিতু মোর্শেদ, তবলা প্রশিক্ষক সাগর চন্দ্র দাস,সিনিয়র কি-বোর্ডিষ্ট সাবেক কার্যকরি সদস্য শেখ তাফসির আহমেদ,প্যাডিষ্ট মোঃ আরমান,কন্ঠশিল্পী হুমায়ারা জাহান ছোঁয়ামনিসহ অন্যান্য শিল্পীবৃন্দ। ফুলেল অভ্যর্থণাকালে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন,শিল্প-সংস্কৃতি আমার পছন্দের একটি দিক।
শিল্প-সংস্কৃতি না থাকলে সমাজ কলুষিত হয়ে যায়। যার মধ্যে শিল্প-সংস্কৃতি বিরাজ করে সে নিঃসন্দেহে ভাল মানুষ। যে কোন সহযোগিতার জন্য আপনারা আমাকে পাবেন। শিল্পীরা বাজেট বা অর্থনৈতিক কারণে পিছিয়ে থাকে সেই দিক থেকে আমি সর্বাত্নক আপনাদের পাশে থাকবো। আপনাদের সহযোগিতায় আমি ভাল কিছু করতে চাই।