বন্দর নবীগঞ্জ খেয়াঘাটে দখলকারী ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
বন্দর নবীগঞ্জ খেয়াঘাটে দখলকারী ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।রোববার (১৮ জুন) বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, উপ সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপ সহকারী প্রকৌশলী শিপনসহ অন্যান্য কর্মকর্তারা।এসময় ১টি এক্সাভেটর (ভেকু) দিয়ে নদী দখল করে নির্মিত অবৈধ ১০টি পাকা ভবন, পাকা দেয়ালসহ ২০ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এসময় নদীর প্রায় এক কিলোমিটার জায়গা দখলমুক্ত করা হয়েছে।

অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু চলছে।রোববার প্রথম দিনের অভিযানে নদীর পূর্ব তীরে বন্দরের নবীগঞ্জ এলাকায় পাকা ভবনসহ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় প্রায় এক কিলোমিটার নদীর জমি দখলমুক্ত করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here