প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তুভূক্ত বন্দর থানা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। মদনপুরের ২৭নং ওয়ার্ড কুড়িপাড়া হাইস্কুল মাঠে এ সম্মেলন অনৃুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে আলোচনা রয়েছে সভাপতি পদে দুই প্রার্থী। তারা হলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রদল সভাপতি শাহেন শাহ আহম্মেদ এবং বন্দর থানা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ পনেছ।
এছাড়া সাধারণ সম্পাদক পদে বন্দর থানা বিএনপির সদস্য সচিব নাজমুল হক রানার একক নাম শুনা গেছে।
সম্মেলনের প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। প্রধান বক্তা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসনে খান, সম্মেলনের উদ্বোধক মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।বন্দর থানা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ পনেছের সভাপতিত্বে বন্দর থানা বিএনপির সদস্য সচিব নাজমুল হক রানা সঞ্চালয়নায় বিশেষ অতিথি থাকবেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূণ কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপি আহবায়ক মাজহারুল ইসলাম রিপন ও সদর থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আওতায় এই প্রথম সম্মেলনে নেতা-কর্মীদের উৎসাহ দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে সম্মেলনে পোষ্টার সাটাতে দেখা গেছে।কাউন্সিলর শাহেন শাহ রাজনীতিতে শক্ত অবস্থানে থাকলেও আলোচনায় রয়েছে নূর মোহাম্মদ পনেছ। শাহেন শাহ আহম্মেদ সভাপতি প্রার্থী হওয়ায় বন্দর থানা বিএনপির কাউন্সিলরদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে।এদিকে বন্দর থানা বিএনপিতে সাজিয়ে তুলেছেন বন্দর থানা বিএনপির সদস্য সচিব নাজমুল হক রানা। তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার নেতৃত্বে দিতে চান তৃনমূল।