না’গঞ্জ বন্দরে পোড়া তেল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ নিহত-১

0
না’গঞ্জ বন্দরে পোড়া তেল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ নিহত-১

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের বন্দরে পোড়া তেল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রুমান ওরফে ক্যাফ রোমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মে) রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ক্যাপ রোমান বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে।

সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিকসহ পুলিশের একাধিক টিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পোড়া তেল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বন্দর উপজেলার ঘারমোড়া সরদারবাড়ি এলাকার মহিদ মিয়ার ছেলে অনিক পক্ষের সঙ্গে মদনগঞ্জ সৈয়লবাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে ক্যাপ রোমান পক্ষের শত্রুতা চলে আসছিল। তারই ধারাবাহিকতায় রাতে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের পর জখম অবস্থায় ক্যাপ রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বন্দর থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here