বন্দরে অবৈধ গরুর ফার্ম সীলগালা

0
বন্দরে অবৈধ গরুর ফার্ম সীলগালা

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা:বন্দরে অবৈধ একটি গরুর ফার্ম সীলগালা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফুট এন্ড স্যানিটেশন বিভাগ। ৫ এপ্রিল বুধবার দুপুরে ২৩নং ওয়ার্ডের বন্দর কবরস্থান রোড এলাকার সম্রাটের মালিকানা এগ্রোফার্মে এ অভিযান পারিচালিত হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফুড এন্ড স্যানিটেশন সুপার ভাইজার মোঃ শাহাদাৎ হোসেন।

এ সময় স্থানীয় ২২,২৩ ও ২৪নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাওন অংকন। এ ব্যাপারে সিটি কর্পোরেশনের ফুড এন্ড স্যানিটেশন সুপার ভাইজার মোঃ শাহাদাৎ হোসেনজানান,সিটি কর্পোরেশনের এলাকায় কোন ফার্ম গড়ে তোলা সম্পুর্ণরূপে নিষিদ্ধ কিন্তু কথিত ফার্ম মালিক বিষয়টি মানেননি। সর্বোপরি এসব ফার্মের মলমূত্র অপসারণের জন্য পয় নি¯স্কাশন ব্যবস্থার অনুমোদন নিতে হয় সেটাও তিনি করেননি।

সর্বত্নকভাবে আইনকে তিনি অশ্রদ্ধা করে নিজের ইচ্ছেমতো কাজ করছেন ফার্মটি সীলগালা করে দেয়া হয়েছে। এলাকাবাসী জানায়,কথিত ফার্ম মালিক সম্রাটের মালিকানা ফার্মের ভিতরে প্রতিনিয়তই মাদকের আখড়া জমে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী তার ব্যবহৃত ড্রেন থেকে প্রায় ২শতাধিক ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here