প্রেসনিউজ২৪ডটকমঃ বন্দরে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রানিসম্পদ প্রদর্শনী -২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ ফেব্রুয়ারী) বন্দর সমরক্ষেত্র -৭১ মাঠে দিন ব্যাপি এ প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রানিসম্পদ উদ্ধোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ বলেন, অনেক খামারী প্রানিসম্পদ অধিদপ্তরের নিবন্ধিত না।সে কারনে তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বেশী বেশী করে প্রদর্শনী আয়োজন করলে আমাদের খামারীরা বেশ উপকৃত হবে। প্রানিসম্পদ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা।
পশুসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রনিসম্পদ অফিসার ডাঃ সরকার আশ্রাফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর, সমাজ সেবক ও শিল্পপতি চাঁন মিয়া, এসএস কেটেলের মালিক স্বপন মিয়াসহ ৪০ জন খামারী বিভিন্ন জাতের পশুপাখি নিয়ে প্রদর্শনীতে অংশ গ্রহন করে।