প্রেসনিউজ২৪ডটকমঃনিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের ভাষা আন্দোলনের অগ্র সৈনিক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য একেএম সামসুজ্জোহার ৩৬ তম মৃত্যবার্ষিকী উপলক্ষে ২০ ফেব্রুয়ারী সোমবার বাদ এশা স্থানীয় ঘারমোড়াস্থ ডাঃ ফারুক আহাম্মদের হলরুমে অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ কুতুবউদ্দিনের সভাপতিত্বে ও আলোচনা ও কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোক্তারউদ্দিন মুক্তুর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন(বিএ),সদস্য ইসতিয়াকউদ্দিন জারজীছ ও মোঃ জুলহাস সরকার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন,যুবলীগ নেতা আবুল কাশেম,বিল্লাল হোসেন,আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ,শহীদুল ইসলাম,মোঃ আরিফ হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মোঃ জবেদ আলী,মোবারক হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,মহান ভাষা সৈনিক একেএম সামসুজ্জোহা কেবল রাজনীতিবিদই ছিলেন না তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক। সামসুজ্জোহা সাহেব নারায়ণগঞ্জকে সমৃদ্ধ করেছেন। আমরা তিনিসহ তাঁর পরিবারের প্রয়াত সকল সদস্যের আত্নার মাগফেরাত কামনা করছি। পরিশেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।