গরুর হাট না বসানোর জন্য বন্দর লক্ষণখোলাবাসী’র মানববন্ধন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ বন্দর প্রতিনিধিঃ কৃষি জমি রক্ষা ও করোনার সংক্রমন থেকে রক্ষা পেতে গরুর হাট না বসানোর জন্য মানববন্ধন করেছে বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকাবাসী। রোববার দুপুরে শহরের চাষাড়াস্থ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুল মারুফ,সমাজ সেবক নেছার আহাম্মদ,প্রয়াত বীরমুক্তিযোদ্ধা তাহেরুল ইসলামের কণ্যা সাবিনা ইয়াসমিন,ইমাম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোজাম্মেল হক,মোঃ জুয়েল,ডেইজি আক্তার,কামাল হোসেন,মোঃ সলিমুল্লাহ,মোঃ দেলোয়ার হোসেন.মোঃ ফাহিম,মাহমুদা বেগম ও ঝুমা বেগমসহ এলাকার সর্বস্তরের ব্যাক্তিবর্গ।

মানেববন্ধনে বক্তারা বলেন, যে কোন মূল্যে উত্তর লক্ষণখোলার নিরাপদ জায়গায় গরুর হাট বসতে দেয়া যাবেনা। এই স্থানে গরুর হাট বসানো হলে এলাকাবাসী যে কোন মুহুর্তে করোনা গণআক্রান্তের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং নিজেদের জীবন রক্ষার স্বার্থে আমাদেরকে গরুর হাট ঠেকাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here