বন্দরে সমাজ সেবা অফিসার মোক্তার উদ্যোগে ৫০ টি পরিবার ও প্রতিবন্ধীদের খাদ্যসামগ্রী বিতরণ

0

প্রেসনিউজ২৪ডটকমঃ করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধী শিশুসহ ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার ১৯এপ্রিল দুপুরে বন্দরের বিভিন্ন স্থানে গিয়ে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়।

এ সময় ত্রান বিতরনের শুরুতেই প্রথমে বন্দর ইউনিয়ন দক্ষিন কলাবাগ এলাকায় অবস্থিত ডা. এ এফ হক অটিজম চাইল্ড মডেল কেয়ার একাডেমির ১০টি প্রতিবন্ধী শিশুদের পরিবারগুলোর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। পরে ২০নং ওয়ার্ডের দড়িসোনাকান্দা,২১নং ওয়ার্ডের ছালেনগরসহ বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে অসহায় কর্মহীন মানুষের মাঝে এসব সামগ্রী বিতরন করা হয়। এ সময় সমাজসেবা অফিসার মোক্তার হোসেন বলেন,করোনা ভাইরাসে মানুষ অসহায়ত্ব বোধ করছে। কর্মহীন হয়ে ঘরে বন্দী দশায় আছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্দর উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে ফেসবুক ষ্টেটাস দেখে আমরা প্রতিবন্ধী শিশুদের পরিবারের খোঁজ নিয়ে খাবার পৌছে দিয়েছি। পাশাপাশি ৫০টি কর্মহীন পরিবারের মাঝে ত্রান বিতরন করেছি। পরিস্থিতি খুবই ভয়াবহ রুপ নিচ্ছে। এ সময় মানুষকে সচেতন থাকতে হবে। বাসায় অবস্থান করাটা খুবই জরুরী।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,ডা. এ এফ হক অটিজম চাইল্ড মডেল কেয়ার একাডেমির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওবায়দুল হক আরিফ,নাসিক ১৯,২০ ও ২১নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here