বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরো ৪০ বছর আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো: বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ

0

প্রেসনিউজ২৪ডটকমঃস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে ফুলের চারা রোপনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের সূচনা কর্মসূচী পালণ করেছে উপজেলা নির্বাচন অফিস। বৃহস্পতিবার বেলা ১১টায় বন্দর উপজেলা সার্ভার স্টেশন অভ্যন্তরে এ কর্মসূচীর অনুষ্ঠানিক উদ্বোধণ করেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইবুর এর সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে অংশ নেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার,উপজেলা সহকারি কমিশণার(ভূমি) আফিফা খান,বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা,২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আলী আজহার তৌফিক,২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কাজী জহিরুল ইসলাম,বন্দর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া রহমান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধাণ অতিথি’র বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ বলেন,বঙ্গবন্ধু ছিলেন ফুলের মতো নিস্পাপ। যারা তাঁকে হত্যা করেছে তারা কোন মতেই মানুষ নয়। হিংস্র জানোয়ার। হিংস্র জানোয়ার না হলে বঙ্গবন্ধুর মতো একজন দেশপ্রেমিককে এভাবে হত্যা করতোনা। আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরো ৪০ বছর আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে যেতো। উন্নয়নের ঝান্ডা থামাতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here