“অপরেশন ডেভিল হান্ট” অভিযানে বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

0
“অপরেশন ডেভিল হান্ট” অভিযানে বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

প্রেসনিউজ২৪ডটকমঃ বন্দরে “অপরেশন ডেভিল হান্ট”-এর অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগের সভাপতি সালিমা হোসেন শান্তা এবং আরও দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরাজিকান্দা এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী, বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বন্দর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালিমা হোসেন শান্তা (৫০), একই এলাকার আব্দুল কাদিরের ছেলে যুবলীগ কর্মী আব্দুল মোত্তাধীর অনিক (৩৬), বন্দর রেলীবাগন এলাকার আনোয়ার মিয়ার ছেলে যুবলীগ কর্মী মুন্না (৪০)।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের ১৪(৮)২৪ ও ১১(৯)২৫নং পৃথক মামলায় এদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। থানার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে বন্দর শাহীমসজিদ চরমুনাই সমর্থক এক কর্মীর গ্যারেজে আ’লীগ ও যুবলীগ নেতারা ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল।

এ ঘটনায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তার সম্পৃক্ততা থাকার অভিযোগে তাকে ফরাজিকান্দা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, ২০২৪ সালের আগস্টের প্রথম দিকে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়।

এই ঘটনায় যুবলীগ কর্মী অনিক ও মুন্নার সম্পৃক্ততা থাকার অভিযোগে রেলীবাগন ও ফরাজিকান্দা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here