বন্দরে এসিআই কারখানার ট্রাকের চাপায় নারী শ্রমিক আহত : চালক আটক

0
বন্দরে এসিআই কারখানার ট্রাকের চাপায় নারী শ্রমিক আহত : চালক আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের সোমবারড়িয়া বাজার এলাকায় এসিআই কারখানার মালভর্তি ট্রাকের ধাক্কায় সুমাইয়া (১৫) নামের এক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছে । আহত সুমাইয়া শেরপুর সদর থানাধীন নমীর আলীর মেয়ে এবং বর্তমানে সে সোমবারড়িয়া বাজার এলাকায় অবস্থিত সোহাগপুর টেক্সটাইল মিলে কাজ করে।

স্থানীয়রা জানান, আনুমানিক রাত পৌনে ১০ টায় বোনকে নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয় সুমাইয়া। সোমবারড়িয়া বাজারে ৩ রাস্তায় আসলে এসিআই কারখানার একটি মালবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে সুমাইয়া রাস্তায় পড়ে যায়। এসময় গাড়ির চালক তার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। তার একটি পা পুরো থেতলে যায়। এসময় এলাকাবাসি গাড়ির চালক সহ ট্রাক আটক করে এবং আহত সুমাইয়াকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়।

পড়ে চিকিৎসক তাকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন । আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তারা । সুমাইয়ার বাবা নমীর আলী জানান, হঠাৎ খবর পাই এসআই এর একটি ট্রাক আমার মেয়েকে ধাক্কা দিয়েছে। শুনে এসে দেখি আমার মেয়ের একটি থেতলে গেছে এবং গুরুতর আহত হয়েছে । পরে স্থানীয়দের সহযোগীতায় মেয়েকে হাসপাতালে পাঠানো হয়। আমি এই ঘটনার বিচার চাই।

এ বিষয়ে বন্দর থানার এসআই তৌহিদুল জানান, এসআই কোম্পানীর একটি মালবাহী ট্রাক বন্দর থেকে শেরপুর যাওয়ার পথে একটি মেয়ের পায়ের উপর দিয়ে চলে যায়। এতে মেয়েটির একটি পায়ে গুরুতর আঘাত লাগে। মেয়েটিকে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়েছে । ট্রাক চালককে আটক করা হয়েছে। এবং মালবাহী ট্রাক স্থানীয়দের জিম্মায় দেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here