বন্দরে গৃহবধূকে কুপিয়ে হত্যার পর ভাসুরের আত্মসমর্পণ

0
গৃহবধূকে কুপিয়ে হত্যার পর ভাসুরের আত্মসমর্পণ

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে নদী আক্তার নীলা(২৫) নামে এক গৃহবধূ কে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে ভাসুর রবিউল হাসান আবির (৩৫)। রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার কুশিয়ারা এলাকার একটি নির্জন বিলে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নদী আক্তার নীলা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কানুরামপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে ও কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী। আত্মসমর্পণকারি রবিউল হাসান আবির উপজেলার কুশিয়ারা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ নদী আক্তার নীলা পূর্বে ৩টি বিয়ে হয়ে ছিল। কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল ছিল তার ৪ নাম্বার স্বামী। এদিকে ঘাতক রবিউল হাসান ওরফে আবিরের মা বেশ কিছু দিন পূর্বে ব্যবসার জন্য ব্রাক ব্যাংক থেকে ৪ লাখ টাকা উত্তেলন করে তার ছোট ছেলে রাসেল ও তার স্ত্রী নীলার হাতে তুলে দেন। রাসেল ঋণ পরিশোধ না করে প্রবাসে পাড়ি জমায়। এ ঘটনায় ব্রাক ব্যাংক কর্তৃপক্ষ জিম্মাদার ভাসুর রবিউল হাসান আবিরকে টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে।

এ নিয়ে ছোট ভাইয়ের স্ত্রী নীলার সাথে ভাসুর রবিউল হাসান আবির সাথে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে রোববার সকালে ভাসুর রবিউল হাসান আবির তার ছোট ভাইয়ের স্ত্রী নদী আক্তার নীলাকে বাসা থেকে ডেকে নিয়ে কুশিয়ারা এলাকার একটি নির্জন বিলে নিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যকান্ডের ২ ঘন্টা পর সকাল ৯টায় ভাসুর রবিউল হত্যাকান্ডের ব্যবহৃত ধারালো অস্ত্র নিয়ে বন্দর থানায় এসে আত্মসমর্পণ করে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যার পর নিহতের ভাসুর থানায় এসে আত্মসমর্পণ করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 
 
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here