বন্দরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণে দুই ফার্মেসিকে জরিমানা

0
বন্দরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণে দুই ফার্মেসিকে জরিমানা

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বন্দরের মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।

এ সময় মদনপুর এলাকার মেডিকেয়ার ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন সংরক্ষণ ও ওষুধ রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সৈকত ফার্মেসিতে ওষুধের মূল্য টেম্পারিং এবং এক্সপায়ার্ড ইনসুলিনসহ অন্যান্য ওষুধ রাখার জন্যে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, এ অভিযান নিয়মিত বাজার তদারকির অংশ।

ভোক্তাদের সঠিক মূল্যে পণ্য কিনতে সহযোগিতা করা, কেউ যেন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জে ধারাবাহিক অভিযান চলবে। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি সুমন খন্দকার।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here