প্রেসনিউজ২৪ডটকমঃ বন্দর প্রতিনিধি:নারায়ণগঞ্জ বন্দর মুছাপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের লাঙ্গলবন্দ বাজার ও বাকসরাইল এলাকায় ব্যাপক আধিপত্য গড়ে তুলেছে কথিত কৃষক দল নেতা সেলিম মাহমুদ। ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। তার এবং তার বাহিনীর কর্মকান্ডে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে জনৈক নারী জানান, মহিলাদের মধ্যে অনেকেই বলে তারা গায়ে হাত তুলে,এক বৃদ্ধার পা ভেঙ্গে ফেলেছে, জোর করে জায়গা দখল করেছে এমন অনেক অভিযোগ রয়েছে সেলিমের বিরুদ্ধে। এলাকাবাসী আরো জানায়, সেলিম,মাসুদ, সিপন ও মুক্তার হোসেনের ছেলেরা এক সময় আজমেরী ওসমানে আস্থাভাজন ছিলো। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজকে কৃষক দলের নেতা হয়ে গেছেন।
এদিকে জনগনের দাবীর পক্ষ নিয়ে অভিযুক্ত কারিদের সাথে সেই এলাকার সাবেক মেম্বার মনোয়ার হোসেন তাদের সাথে কথা বলতে গেলে তার সাথেও দূর্ব্যবহার করে বলে জানায় স্থানীয়রা। স্থানীয় দোকানদাররা জানান, আগে যার জাতীয় পার্টির রাজনীতি করতো তারাই আজ বিএনপির কর্মী, নতুন বিএনপিতে ঢুকেই আওয়ামী দোসরদের ন্যায় চাঁদাবাজি শুরু করেছে।
জনৈক দোকানী জানান, আমার কাছে ২ লক্ষ টাকা চাদা চেয়েছে, না দিলে দোকান খুলতে দেয় না । আমার পাশেই কিছু দোকান নির্মাণ হচ্ছে, চাঁদা না দেওয়ায় সেই দোকানের মালামাল নিয়ে গেছে। অপরদিকে ড্রেডারে নস্ট হচ্ছে পরিবেশ এবং নদীর পানি এই ধরনের চাঁদাবাজদের হাত থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। এদের ভয়ানক কবল থেকে প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।