প্রেসনিউজ২৪ডটকমঃ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়াকে অনাস্থা দিয়েছে পরিষদের ৮ সদস্য। সম্প্রতি তাদের সঙ্গে অসাদাচারণ,রাজনৈতিক প্রভাবসহ নানা অভিযোগ উপস্থাপন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের কাছে ওই অনাস্থাপত্রটি দাখিল করেন ।
অনাস্থাপ্রদানকারী সদস্যদের মধ্যে ৩নং ওয়ার্ডের সদস্য হাবিব মেম্বার জানান,দেলোয়ার প্রধানকে যে কারণে বাদ দেয়া হয়েছে জামান মিয়ার মাঝে তার সবই রয়েছে। সে একই চরিত্রের লোক। সে এককভাবে পরিষদ চালানোর চেষ্টা করেন। আমাদের কোন মতামত তিনি নেন না। এর আগেও সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে খবরদারি করেছেন তাই এবার আমরা চাইনা।
এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়া বলেন, আমাকে প্রশাসনিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে আমি ৪/৫ বার সুন্দর ভাবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন কোন দুর্নীতি হয় নাই। আমার জানা মতে, আমি কোন ভুল ত্রুটি করি নাই। আমাকে প্রশাসন যদি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়, আমি তা মেনে নেব। আইনের বিরুদ্ধে আমি কিছুই করবো না।
উল্লেখ্য,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়েরকৃত একাধিক মামলায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশের হাতে গ্রেফতার হন। সে কারণে নিয়মের নিমিত্তে তাকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহত প্রদান করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে থাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১ মো. জামান মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।