বন্দরে সোহান হত্যা মামলার আসামি গ্রেপ্তার

0
বন্দরে সোহান হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রেসনিউজ২৪ডটকমঃ বন্দরের চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার আসামি রোমান (১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দর রাজবাড়ী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত রোমান বন্দর থানার সালেহনগর এলাকার মাসুম শেখের ছেলে ।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টায় সালেহনগর এলাকার হীরা মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমজুর আব্দুস সালাম মিয়ার ছেলে সোহান (১৫) কে বিএনপি নেতা কাজলের নির্দেশে তার সন্ত্রাসী ছেলে রাজসহ ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ২১নং ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকার মোস্তাক মিয়ার ২য় তলা বিল্ডিংয়ের নিচতলায় নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ১৫ অক্টোবর রাতে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here