বন্দরের দেয়ালে দেয়ালে সাঈদ মুগ্ধ’র প্রতিবাদী গ্রাফিতি

0
বন্দরের দেয়ালে দেয়ালে সাঈদ মুগ্ধ’র প্রতিবাদী গ্রাফিতি

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচী অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় পরিষদের নির্দেশে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা রোববার হতে তাদের কার্যক্রম কিছুটা শিথিল করলেও কিছু কিছু স্থানে এখনো তারা গ্রাফিতি ও ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালণ করছে।

সরেজিমিনে দেখা যায়,বন্দরের বাবুপাড়াস্থ পুলিশ ফাঁড়ি দেয়াল,সোনাকান্দা ডকইয়ার্ডের বিপরীতে অবস্থিত আওয়ামীলীগ নেতা সাগরের দেয়াল,সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের দেয়াল,মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল, এইচ এম সেন রোডের জামাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল এবং বন্দর শাহী মসজিদের দেয়াল, চৌরাপাড়া সোমবাড়িয়া বাজার ঘাট সংলগ্ন সোহাগপুর টেক্সটাইল মিলস্ এর দেয়াল ও ঘাটের আঙিনা গ্রাফিতিতে রাঙাতে দেখা যায়।

এসব দেয়ালগুলোর অধিকাংশের মধ্যে আবু সাঈদ ও মীর মুগ্ধ’র চিত্রই বেশি শোভা পাচ্ছে। এছাড়া ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে নিহত ফেলানীর মৃত্যুকালীন চিত্রও প্রতিবাদস্বরূপ হিসেবে তারা তুলে ধরেন। আবু সাঈদ,মুগ্ধ,ফেলানী ছাড়াও শিল্পীদের গ্রাফিতিতে বিদ্রোহী কাজী নজরুল ইসলামের কারার ঐ লৌহ কপাট,বল বীর চির উন্নত মম শীর,নব জাগরণ,স্বাধীন নগর,কারাগার মুক্ত,এদেশের সোনার ছেলে কারা রেমিটেন্স যোদ্ধারা,ধর্ম যার যার দেশ সবার,মুক্তির মন্দির সোপান তুলে,আমি গর্বিত আমি ছাত্র ৩৬শে জুলাই’’মোরা ঝঞ্জার মতো উদ্দাম’’ইত্যাদি শ্লোগান শোভা পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here