প্রেসনিউজ২৪ডটকমঃআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্বরনে প্রতি বৎসরের ন্যায় এবারো এসো কিছু করি সামাজিক সংগঠনের উদ্দ্যেগে শতাধীক হতদরিদ্র পরিবারের সন্তানদের ফ্রি সুন্নাতে খাৎনার আয়োজন করা হয়। গত মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী) সকাল ৮টায় নগরীর জামতলা এলাকায় চৌধুরী কম্পেলক্সে এ সুন্নাতে খাতনার করানো হয়।
এ সময় সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ জহির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মজিবুর রহমান আকন্দের সঞ্চালনায় আরও উপস্থিত উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ আওলাদ হোসেন,মোঃ খোকা সাহেব,শেখ ইদ্রিছ আলী, শেখ খোরশেদ আলম, হাফেজ কামাল হোসেন, এ কে এম হাসান ইমাম, সংগঠনের সহ সভাপতি শাহাজাদা সরকার, আশিকুর রহমান শান্ত, নুরুল হক খোকা প্রধান, আলমগীর চৌধুরী, মোঃ সুলতান খাঁন, জাকির হোসেন জুয়েল, বজলুর রহমান চৌধুরী, মোঃ সেলিম সরদার, মোঃ রাকিব খাঁন, জাবেদ প্রধান, আব্দুস সালাম,রায়হান মাষ্টার প্রমূখ।
সকাল থেকে বিকেল প্রযন্ত্য এ কর্মসূচী পালন শেষে, বাদ আসর জামতলা বাইতুল মোশাররফ জামে মসজিদে, ভাষা সৈনিকদের মধ্যে যারা শহীদ হয়েছে এবং স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এর পূর্বে সকল শিশুদের বিশেষ উপহার হিসেবে লুঙ্গি, গেন্জি, ঔষধ, টুপি, মিষ্টি সহ খাদ্য প্রদান করা হয়।