দৈনিক শীতালক্ষা পত্রিকার সিনিয়ার সাংবাদিক সজিবের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

0
দৈনিক শীতালক্ষা পত্রিকার সিনিয়ার সাংবাদিক সজিবের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ দৈনিক শীতালক্ষা পত্রিকার সিনিয়ার সাংবাদিক সাইফুল ইসলাম সজিবের উপর চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী সালাউদ্দিন গং কর্তৃক অপহরণ, নির্যাতন ও মুক্তিপন আদায়ের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক সজিবের উপর নির্যাতন কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, হত্যার উদ্দেশ্যেই চিহ্নিত সন্ত্রাসী সালাউদ্দিন সহ ৭ জন সজিবকে অপরণ করেছিল। অপহরণের পর অমানবিক নির্যাতন করে ওই সন্ত্রাসীরা মুক্তিপন আদায় করেছে। ঘটনার পর তাৎক্ষনিক বন্দর পুলিশ ফাড়ির ইনর্চায ইনিস্পেক্টর রেজাউল করিম সংগীয় র্ফোস নিয়ে চার জন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। এজন্য আইনশৃংক্ষলা বাহিনীকে ধন্যবাদ জানান।

অন্যান্য সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন সাংবাদিক নেতারা। নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান তোতার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক শীতলক্ষা পত্রিকার চীফ রির্পোটার আবু সাইদ কাদেরী, নারায়ণগঞ্জ সংবাদিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি সহিদুল ইসলাম, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খোকা, এনএএন টিভির প্রতিনিধি বদিরুজ্জামান রতন।

এছাড়াও আরও উপস্থিত ফটো সাংবাদিক বিশাল আহম্মেদ, দৈনিক খবর প্রতিদিনের বার্তা সম্পাদক মিলন বিশ্বাস রিদয়, দৈনিক ইয়াদ পত্রিকার ফটো সাংবাদিক সৌরভ, খবর নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক মশিউর রহমান, ফোটো সাংবাদিক মোঃ কাইয়ুম খান, বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here