স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ শিক্ষার্থীর দায়িত্ব নিলো টিম খোরশেদ

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঝড়ে পড়া ৫০ জন শিক্ষার্থীকে স্কুলে ভর্তির সুযোগ করে দিলো মানবিক সংগঠন “টিম খোরশেদ” ও ‘টাইম টু গিভ’। এই শিক্ষার্থীরা আরবান আনন্দ স্কুল ১৩ নং ওয়ার্ড থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর আর্থিক কারনে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পারছিল না।

টিম খোরশেদ ৬ষ্ঠ শ্রেণিতে ৪১ জন ও সপ্তম শ্রেণিতে ৯ জনকে স্কুলে ভর্তি, তাদের মাসিক বেতন ও স্কুল ড্রেসের দায়িত্ব নিয়েছে। উল্লেখিত ছাত্র ছাত্রী সকলেই মাসদাইর ও গলাচিপা এলাকার বাসিন্দা। আজ ২৭ মার্চ শনিবার বিকেল ৩ টায় ‘টিম খোরশেদ’ এর টিম লিডার মাকসুদুল আলম খন্দকার খোরশেদ অভিভাবকদের উপস্থিতিতে ৫০ জন শিক্ষার্থীর হাতে বই ও বেতনের রশিদ বই তুলে দেন।এসময় তিনি বলেন, শিক্ষা ছাড়া দারিদ্র্যতা দূর করার কোন উপায় নেই। শিক্ষার মাধ্যমেই আমাদের দারিদ্র্যতাকে দূর করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, টিম খোরশেদের নারী টিমের প্রধান সমন্বয়কারী আফরোজা খন্দকার লুনা, টিম খোরশেদের সদস্য আনোয়ার মাহমুদ বকুল, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আওলাদ হোসেন, রশিদুর রহমান রশো, হাফেজ শিব্বির, আনোয়ার হোসেন, টিম সচিব আলী সাবাব টিপু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here