না’গঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

এসময় নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান পক্ষেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, খাদিজা তাহেরা ববি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, পিবিআই এর পুলিশ সুপার মনিরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, সহ সভাপতি মোর্শেদ সরোয়ার সোহেল, পরিচালক আহসানুল হক নিপু, মামুন আহমেদ ইমন, জিএম ফারুক, খন্দকার সাইফুল ইসলাম।

এছাড়া শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ কলেজ, জেলা সিভিল সার্জন, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা ফটো সাংবাদিক এ্যাসোসিয়েশন, বিভিন্ন স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের পক্ষে উপস্থিতরা।

এসময় আরো শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল।

শ্রদ্ধা নিবেদনের সময় নির্দিষ্ট সংখ্যক মানুষ প্রতিটি র‍্যালিতে অংশ নিতে দেয়া হচ্ছে এবং সকলকে মাস্ক পরিধান করতে বলা হচ্ছে। প্রতিটি র‍্যালিতে অনধিক ৫ জনের উপস্থিতির কথা বলা হলেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেই নিয়ম মানতে দেখা যায়নি। উপস্থিত সকলকে মাস্ক পরিধানে উৎসাহিত করা হলেও অনেককেও দেখা গেছে মাস্ক ছাড়া। এর আগে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও আশেপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন র‍্যাব, পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here