না.গঞ্জের চিহিৃত ভূমিদস্যু কথিত জাপা নেতা জয়নালের বিরুদ্ধে আদালতে আবারো মামলা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের চিহিৃত ভূমিদস্যু কথিত জাপা নেতা জয়নাল আবেদীন ওরফে আল জয়নালের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করেছেন নজরুল ইসলাম মাসুম নামে এক আইনজীবী। মঙ্গলবার (২১ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে মামলাটি দায়ের করেন। পরে আদালত আগামী ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, এড. নজরুল ইসলাম মাসুম জমি বিক্রির পাওনা ৫ লাখ টাকা চাইলে একটি চেক দেন। পূবালী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় চেকটি নিয়ে গেলে একাউন্টে অপর্যাপ্ত টাকা দেখায়। পরে জয়নাল আবেদীনের কাছে নজরুল ইসলাম এ কথা জানালে কোন টাকা দিবে না বলে জানায়। টাকা চাইলে প্রাণনাশের হুমকি দেয়। পরে নজরুল ইসলাম নিজে বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।

প্রসঙ্গত, কুখ্যাত ভূমিদস্যু জয়নাল আবেদীনের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। পেশায় ব্যবসায়ী হলেও চিহ্নিত ভূমিদস্যু বলে পরিচিত জাতীয় পাটির এই কথিত নেতা।
ভূমিদস্যু জয়নালের বিরুদ্ধে দায়েরকৃত মামলার আংশিক বিবরন নারায়ণগঞ্জ সদর থানার (ক) এফআইআর নং-৬৮/২৭৮, তারিখ-২৪ এপ্রিল, ২০১৯, ধারা- ১৪৩/৪৪৮/৪২৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০ (খ) সদর থানার এফআইআর নং-৭৮/২৮৮ তারিখ- ৩০ এপ্রিল ২০১৯ ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩০৭/৩৮৫/৪২৭/৫০৬(২) পেনাল কোড-১৮৬০ (গ) ফতুল্লা থানার এফআইআর নং-৯০ তারিখ ২৭ ২০১৯, জিআর নং-৮৯৮, তারিখ ২৭ আগষ্ট ধারা- ১৪৩/৪৪৭/১১৪/৩২৩/৩৮৫/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০ (ঘ) ডিএমপির রামপুরা থানার এফআইআর নং-৩৪ তারিখ ২০ জানুয়ারী ২০১০, জি আর নং-১১২ তারিখ ২০ জানুয়ারী ধারা-১৪৩/৩৮৫/৩৭৯/৩২৩/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০ (ঙ) ডিএমপি ডেমরা থানার এফআইআর নং-২৩/৮১ তারিখ ১৭ ফেব্রুয়ারী ২০১৮ ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০ (চ) নারায়ণগঞ্জ সদন থানা এফআইআর নং ৭ তারিখ ৩ ফেব্রুয়ারী ২০১৮ ধারা-১৪৩/৪৪৮/৩৮৫/৩৮০/৫০৬ পেনাল কোড-১৮৬০ (ছ) ডিএমপি ডেমরা থানার এফআইআর নং-৩০/৬১৪ তারখি ৩ ফেব্রুয়ারী ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০ (জ) নারায়ণগঞ্জ সদর থানার এফআইআর নং ৬৬ তারিখ ২৭/১২-১৯ইং ধারা ১৪৩/৪৪৭/৩৮৫/৩২৩/৩৭৯/৪২৭/১১৪/৫০৬ (এফআইআর) পিসি মামলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here