নারায়ণগঞ্জ সদরের ইউএনও কার্যালয়ে পশুর হাটের সিডিউল কেনা নিয়ে হাতাহাতি।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কোরবানির পশুর হাটের সিডিউল কেনা নিয়ে কয়েকপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে কয়েকপক্ষের মধ্যে হাতাহাতি চলছিল। রোববার (৪ আগস্ট) সকাল থেকেই নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কোরবানির পশুর হাটের সিডিউল কেনা নিয়ে কয়েকপক্ষের মধ্যে হাতাহাতি ঘটতে থাকে। এসময় কয়েকজনকে মারধরও করা হয়।

জানা গেছে, সকালে আলীগঞ্জে হাটের সিডিউল নিতে আসার একটি গ্রুপের সাথে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের সমর্থকের সাথে তর্কাতর্কির ঘটনা ঘটে। এরপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। চিৎকার চেচামেচি আর উচ্চবাচ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেটি একটু স্তিমিত হওয়ার পর পাগলা তালতলা এলাকার কাজী জিয়াউদ্দিন আহমেদের সমর্থকদের সাথে আলীগঞ্জের নাসির উদ্দিনের গ্রুপের সাথে হাতাহাতির শুরু হয়।
দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি থামাতে পুলিশকে ব্যাপক বেগ পেতে হয়েছে। ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী এসময়  ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের কক্ষে দুপুরের খাবার খাচ্ছিলেন বলে জানিয়েছে একটি সূত্র। ঘটনার সময় ইউএনও নাহিদা বারিক কার্যালয়ে উপস্থিত ছিলেন না।  উপজেলা কার্যালয় ও এর বাইরে ব্যাপক বিশৃঙ্খলা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here