দৃষ্টি প্রতিবন্ধিদের নেতা বুলুর চিকিৎসার খোজ খবর  নেন— ড. তৈমুর

0
দৃষ্টি প্রতিবন্ধিদের নেতা বুলুর চিকিৎসার খোজ খবর  নেন— ড. তৈমুর

প্রেসনিউজ২৪ডটকমঃ গুরত্বর অসুস্থ বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি (বি.এন.এস.বি)  কাউন্সিল ও নারায়নগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য  আমির হোসেন বুলুকে পিজি হাসপাতালে দেখতে যান বি.এন.এস.বি এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভেকেট ড. তৈমূর আলম খন্দকার ।

আমির হোসেন বুলু র্দীঘ দিন যাবৎ দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব করে আসছেন। তৈমূর আলম খন্দকার দৃষ্টি প্রতিবন্ধিদের নেতা বুলুর চিকিৎসার খোজ খবর  নেন এবং তাহার আশু রোগ মুক্তির কামনা করে বলেন যে, “নারায়নগঞ্জ দৃষ্টি প্রতিবন্ধীদের (অন্ধ) ঐক্যবদ্ধ রাখার জন্য  আমির হোসেন বুলুর অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সহযোগীতা করেছে এবং বি.এন.এস.বি কায্যক্রম পরিচালনায় তাহার সক্রিয় ভূমিকা স্থানীয় অন্ধদের অত্যান্ত সহায়ক”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here