“নাগরিক সুজন” এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

0
“নাগরিক সুজন” এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রেসনিউজ২৪ডটকমঃ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : সুশাসনের জন্য নাগরিক সুজন এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করা হয়। ১২ অক্টোবর বুধবার সকাল ১১:০০ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সুজন নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ও সুজন নাঃগঞ্জ সভাপতি ধীমান সাহা জুয়েলের নেতৃত্বে ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করা হয়| শুভ জন্মদিন নগরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে বালুর মাঠ এলাকায় রূপসী বাংলা কনভেনশন হলে গিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়। আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় |

আলোচনা সভায় উপস্থিত থেকে বিভিন্ন নাগরিক সমস্যা এবং সমস্যার সমাধানের জন্য প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন প্রবীনদের নিয়ে গঠিত সংগঠন ৫০ উর্ধ্ব কফি হাউস শেষ বেলার সভাপতির সংবাদকর্মী মোঃ শাহ আলম,নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক শফিকুর রহমান আরজু, বিশিষ্ট কবি ও সাহিত্যিক কাজী আনিসুর রহমান হীরা,মায়ের আঁচল সাহিত্য ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও দৈনিক ডেসটিনির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ হারুন, সৃষ্টির , গ্রুপ থিয়েটার ও সেবা সংস্থার নির্বাহী সভাপতি মোঃ আশাব উদ্দিন, সহ-সভাপতি এম আর হায়দার রানা ও এডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মো: আশরাফুল হক আশু, সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সহ সহ-সম্পাদক সাবিত আল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু , প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার আব্দুল্লাহ আল ফারুক রিংকু, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, ফররুখ আহমেদ খসরু, আবুল হাসান, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, অ্যাডভোকেট আহম্মেদ শরীফ পারভেজ, এড. নয়নী রানী সাহা, মোঃ আবু সাঈদ, মোঃ আল আমিন আলী, মোঃ নজরুল ইসলাম সুজন, শাহ আলম ভুইয়া ও মজিবুর রহমান I

এ ছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুর রহমান, রাকিবুল ইফতি, আজমাত মৃধা, জিয়াউর রহমান,হারুনুর রশিদ ও মিজানুর রহমান সুমন, মোঃ হুমায়ুন কবির প্রমুখ।বক্তারা তাদের বক্তব্যে নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা কথা তুলে ধরেন তার মধ্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও খানপুর ৩০০ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম দুর্নীতি, নগরীর যানজট সমস্যা, সরকারের বিভিন্ন দপ্তরে নাগরিকদের সেবা পেতে ভোগান্তির শিকার হওয়া ইত্যাদি নাগরিক সমস্যার সমাধান করতে সুজনের অগণের ভূমিকা পালন করার বিষয়ে আলোকপাত করেন।

আলোচনা সভায় উপস্থিত সকলেই সুজন কর্তৃক প্রদত্ত সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার নিমিত্তে লিখিতভাবে প্রত্যেকে তিনটি করে প্রস্তাবনা লিখে দেন | পরে আলোচনা সভার সভাপতি তথা সুজন জেলা শাখার সভাপতি বিমান সাহেব জুয়েল সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার শেষ হয় এবং কেক কাটার মাধ্যমে সকলে সুজনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here