রাজধানীর মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের তিন সদস্য আটক

0
রাজধানীর মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের তিন সদস্য আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘কব্জি কাটা’ গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার(২৭ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অস্ত্র হাতে ছিনতাইয়ের সময় চাপাতিসহ হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম।গ্রেফতারকৃতরা হলো- মো. রিয়াজ (২৩), মো. হাবিব (১৯) ও মো. শাহিন। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। এসআই খোরশেদ আলম জানান, মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং কব্জি কাটা গ্রুপের সদস্যরা নানা অপরাধ করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় ঢাকা উদ্যান ডি ব্লকের ২ নম্বর রোডে ছিনতাই করার সময়ে হাতেনাতে কব্জি কাটা গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা সাম্প্রতিক নবদয় হাউজিং এলাকায় এক কন্টেন্ট ক্রিয়েটরকে তুলে নিয়ে নির্যাতন ও তার ব্যবহৃত আইফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত।

এছাড়া সম্প্রতি সূচনা এলাকায় অটোরিকশা দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ঘটনায় গ্রেফতারকৃতরা জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here