ক্যাডার অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচন সম্পন্ন

0
ক্যাডার অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচন সম্পন্ন

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ ক্যাডার অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার কেরানীগঞ্জের  জান্নাতবাগে (সচিব বাড়ি) সমিতির প্রথম প্রজেক্ট COHS-01-এ সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থী, পোলিং অফিসার ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হলেনঃ বই প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন  মো. আকতার হোসেন(প্রশাসন ক্যাডার), দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তোফায়েল আহম্মদ( সমবায় ক্যাডার),মাছ প্রতীক নিয়ে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মমতাজ উদ্দিন(সাধারণ শিক্ষা ক্যাডার),হরিণ প্রতীক নিয়ে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা. মো. আহসান হাবিব (স্বাস্থ্য  ক্যাডার) ও  মই প্রতীক নিয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোছা. নূর-ই-জান্নাত(সমবায় ক্যাডার)।

ব্যবস্থপনা কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেনঃ মো. রিয়াজ উদ্দিন (সাধারণ শিক্ষা ক্যাডার), মোহাম্মদ আকতার হোসাইন অভি( স্বাস্থ্য ক্যাডার), মো. মাহবুব-এ-এলাহী (সড়ক ও জনপথ ক্যাডার)এবং মো. ইউনুস আলী মনজু( পশু সম্পদ ক্যাডার)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here