প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগনের ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও রোটারিয়ান দিদার খন্দকার বলেছেন, বিগত ১৫ বছর ধরে দেশের মানুষ মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোন কথা বলতে পারত না। ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে আজ দেশের মানুষ স্বাধীন হয়েছে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার থেকে।
এখন স্বজন হারা মানুষরা বিচারের দাবিতে কথা বলতে পারছে। প্রতিটি বিচার করা হবে দোষীদের বিরুদ্ধে। ইতোমধ্যে তারেক রহমান বলেছেন- মানবাধিকারের পক্ষে তরুণদের সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে। বর্তমান অন্তর্বতী সরকারের সময় মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতাসহ গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মঙ্গলবার ১০ ডিসেম্বর ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উাপলক্ষে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক মানবিক অধিকারহারা নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রতি জানাই গভীর সমবেদনা। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করাসহ সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন-নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সব গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছিল। মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক।
অনুষ্ঠানে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান সোবহান বেপারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুল জামামান, জেলা আইনজীবী সমিতিরি সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান প্রমুখ।