সামাজিক দুরুত্ব মানতে মানা

0

সামাজিক দুরুত্ব মানতে মানা

……………… মাহফুজার রহমান মন্ডল
ভয়ঙ্কর এই কোভিড-১৯
কোথা থেকে এল,
বিদেশী ভাইয়েরা আসার সময়
দেশে ছড়িয়ে দিলো।
কোয়ারেন্টাইন কি মানছে তারা
বিদেশ থেকে এসে,
মানলে কি তা ছড়িয়ে পড়ে
দেশি ভাইয়ের কাছে ।
নিজে আক্রান্ত পরিবার আক্রান্ত
বুঝতেছে কি বিদেশীরা?
বুঝলে কি তারা কোয়ারেন্টাইন ছেড়ে
বাইরে করে তাড়া।
বিদেশীদের সাথে দেশি ভাইয়েরা
ঢাকা কি ছেড়েছে,
হ্যাঁ,ছেড়েছে তাদের সাথে
বরং বন্ধুত্ব বেড়েছে।
সরকার দিয়েছে সাধারণ ছুটি
এখন করছে তারা কি,
ঈদ যেন হার মেনেছে
গ্রামে যাচ্ছে বৈকী।
গ্রামে যেয়ে সবাই কি এখন
বিদেশী সেজেছে,
আর বলতে কি হয় সে কথা
আনন্দে মেতেছে।
মানছে কি তারা হোম কোয়ারেন্টাইন
জানে কি তারা লকডাউন,
জানলে কি আর ছুটতো তারা
হাটবাজার আর টাউন।
পুলিশ আর্মি দেখলে তারা
কি করছে ভাই?
প্রশাসনের লোক দেখার অজুহাতে
ভীড় ভীর জমাচ্ছে তাই।
সামাজিক দুরুত্ব মানতে মানা
কে বলেছে ভাই?
মন বলছে করছি ক্ষতি
বুঝতে কেহ নাই।
বিদেশে কি দেখেছ স্তুপ
লাশের উপর লাশ,
তাই কর না ছুটাছুটি
ধৈর্য ধর কয়েক মাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here