বিপরীত ভাবনা

0

বিপরীত ভাবনা

–আবু নাসির
আমি ধৈর্যের শহরে করি বসবাস
এই ধৈর্য আমারে করেছে সর্বনাশ।
দূর্বলতা ভেবে ধৈর্য মোর
রক্তাক্ত করেছে বুক
সুখের বদলে পুরুস্কার হিসাবে
হরণ করেছে সুখ।
এবার ধৈর্য ছেড়ে অধৈর্য হবো
অন্যায়ের বুকে মারবো লাথি
ওলট পালট করে দেবো সব
অন্যায় যতো নিয়ম নীতি।
যে নিয়মে সদা সর্বদা
করে মানুষের সর্বনাশ
সর্বনাশার সর্বনাশ করে
হবো সকল অপকর্মের ত্রাস।
মানবো না আর কোন বাঁধা
বৈশাখী ঝড়ে করবো তছনছ
ফুটাবো হাসি দূর্বলের মুখে
গড়বো প্রেমের সুখ সমাজ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here