প্রেসনিউজ২৪ডটকমঃ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক সংগঠন “কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার”-এর মুখপত্র কাব্যছন্দ সাহিত্য সাময়িকী’র ডিসেম্বর- ২০২৫ এর সংখ্যাটি প্রকাশিত হয়েছে। এর সম্পাদনার দ্বায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু ।
বিগত ২০২৩ সাল থেকে সাহিত্য, সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে কাব্যছন্দ সংগঠনটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন হিসেবে কাজ করে চলেছে । এরই ধারাবাহিকতায় সৃজনশীল লেখকদের লেখা নিয়ে প্রকাশিত এই সাহিত্য সাময়িকী কাব্যছন্দ। এর প্রকাশনা পর্ষদের উপদেষ্টা মন্ডলিতে রয়েছে প্রাবন্ধিক মাজহারুল আলম কিসলু,কবি মু.জালাল উদ্দিন নলুয়া, কবি এস. এ. শামীম ও কবি রণজিৎ মোদক।
যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন চিত্র শিল্পী মোঃ শাহ্ আলম, কবি এ. এস. এনামুল হক প্রিন্স,কবি মোঃ আবুল কালাম আজাদ, কাব্যছন্দ সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ আহম্মেদ খোকন, কোষাধ্যক্ষ মোঃ শিপন জোমাদ্দার, সাহিত্য সম্পাদক মাকসুদা ইয়াসমিন,আইন বিষয়ক সম্পাদক এড. শারমিন আক্তার রেখা। অক্ষর বিন্যাস ও গ্রাফিক্স-এ মৈত্রী। প্রচ্ছদটি সংগৃহীত ও প্রকাশনায় কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার। ০৩য় বর্ষ ০৪র্থ সংখ্যা (ডিসেম্বর ২৫) এ যাহাদের কবিতা প্রকাশ পেয়েছে তারা অনেকেই দেশের সুনামধন্য ও গুণী লেখক।
এ ছাড়াও বর্তমান সময় এর উদীয়মান ও তরুণ লেখক। তাদের লেখা দিয়ে সংখ্যাটি সাজানো হয়েছে। এই সংখ্যাটিতে স্থান পেয়েছে মোট ৬৭ জন লেখকের কবিতা, বই আলোচনা ও প্রয়াত লেখকের স্মৃতি চারণ । ২৫ জানুয়ারী রবিবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যালয়ে কাব্যছন্দ সংগঠনের সভাপতি ও কাব্যছন্দ সাহিত্য সাময়িকী’র সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে প্রকাশিত সংখ্যাটির পাঠ উন্মোচন,আলোচনা ও লেখক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয় এবং সংগঠনের পক্ষ থেকে কয়েকজন লেখককে গুণী লেখক হিসেবে সংবর্ধিত করা হয়।
সে সময় সংগঠনিক কাজের মূল্যায়ন স্বরূপ সংগঠনের কয়েক জন সদস্যকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এ-ই আয়োজনের মধ্য মণি হিসেবে উপস্থিত ছিলেন প্রকাশনা পর্ষদের উপদেষ্টা জেনারেশন পিপিএ প্রকাশক প্রাবন্ধিক মাজহারুল আলম কিসলু এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি রণজিৎ মোদক, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ । ৫০ উর্ধ্ব সংগঠনের সভাপতি শাহ আলম, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের সভাপতি কাজী আনিসুল হক।
প্রকাশিত সংখ্যায় গুণী লেখকবৃন্দরা হলেন – মুহম্মদ নূরুল হুদা, আসলাম সানী, আলহাজ্ব মু.জালাল উদ্দিন নলুয়া, এস এ শামীম,পুলক হাসান, রণজিৎ মোদক, মোঃ আবদুল রহমান বাবু, মানিক চক্রবর্তী,হাবিব সিদ্দিকী, সাদত আল মাহমুদ ,চান মিয়া চান্দু,আল আশরাফ বিন্দু ,তৌহিদুল ইসলাম কনক,শফিক সাদিক, রীনা তালুকদার, লুৎফা জালাল, শাহানা মান্নান বুলবুল , আঞ্জুমান আরা শিল্পী, মোস্তফা কামাল সোহাগ, বৃষ্টি মিনা,জাকিয়া সুলতানা, আঞ্জুমান আরা,রাইছা ইসলাম শিল্পী,সাধনা নাগ, সালমা ডলি,কাউছার আক্তার পান্না, সোনিয়া দেওয়ান প্রীতি,স্বর্ণা তালুকদার,আলতাফ হোসেন রায়হান ,আবু রায়হান, এনামুল হক প্রিন্স,কাজী আনিসুল হক, জয়নুল আবেদীন জয়, আহমেদ রউফ, জাহাঙ্গীর ডালিম,জাহাঙ্গীর হোসাইন ,মোঃ শিপন জোমাদ্দার, বাপ্পি সাহা , মিথুন খান, হারুন অর রশিদ সাগর , মাকসুদা ইয়াসমিন, নূরজাহান নীরা,রাজলক্ষ্মী, মোহাম্মদ তাজুল ইসলাম ,মৃত্যুঞ্জয় দত্ত, মোঃ নুর ইসলাম বাদল, মোখলেসুর রহমান তোতা,মোঃ ওসমান গনি, নাজমুল হোসাইন খাঁন, পারভীন, জহিরুল ইসলাম মিন্টু ,লুবনা আক্তার সুমি, সাদিয়া, মোঃ মতিউর রহমান (ফারুক), প্রফেসার মোঃ আমির হোসেন, আবুল কালাম আজাদ, নাজমুল হাসান রুমি, সাজ্জাদ আহমেদ খোকন, মিলন বিশ্বাস হৃদয়, সালাহ উদ্দিন আমির,মফিজ উদ্দিন, মোহাম্মদ আবুল কাসেম, ইয়াকুব কামাল, এস এ বিপ্লব, মোঃ শুক্কুর মাহমুদ জুয়েল , এস এম ইসলাম আরজু, কবি রণজিৎ মোদক এর হঠাৎ যদি বৃষ্টি আসে এই কাব্যগ্রন্থ টি নিয়ে বই আলোচনা’য় আদিত্য রুপু, প্রয়াত কবি ওয়াহিদ রেজা’কে নিয়ে স্মৃতি চারণ মূলক লেখা লিখেন কবি মাহবুবুল আলম সেলিম।
গুণী সেই সকল লেখকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শ্রদ্ধাবোধ রেখে প্রকাশিত সংখ্যাটির পাঠ উন্মোচন ও আলোচনা শেষে লেখক মুল্যায়ন পর্বে অনুষ্ঠানের মধ্য মণি ও উপদেষ্টা প্রাবন্ধিক মাজহারুল আলম কিসলু, আলোচক ও উপদেষ্টা কবি রণজিৎ মোদক, যুগ্ম সম্পাদক চিত্র শিল্পী মোঃ শাহ্ আলম, কবি হাবিব সিদ্দিকী, কবি এনামুল হক প্রিন্স,কবি আদিত্য রুপু, কবি কাজী আনিসুল হক হীরা, কবি মিথুন খান, কবি রাজলক্ষ্মী, কাউছার আক্তার পান্না কে কাব্যছন্দ সংগঠনের পক্ষ থেকে লেখক মূল্যায়ন সভায় গুণী লেখক হিসেবে সংবর্ধিত করে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় সেই সাথে যুগ্ম সম্পাদক ও সংগঠনের সাধারণ সম্পাদক কবি মোঃ আবুল কালাম আজাদ, কাব্যছন্দ সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ আহমেদ খোকন, কোষাধ্যক্ষ শিপন জোমাদ্দার, সাহিত্য সম্পাদক মাকসুদা ইয়াসমিনকে সাংগঠনিক কাজের মূল্যায়ন স্বরুপ শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
পরিশেষে উপস্থিত সকলের দীর্ঘায়ু ও শরীরীর সুস্থতা কামনায় ও প্রয়াত কবি লেখক, সাংবাদিক ও বিশেষ ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশ ও জনগণের শান্তি কামনায় বিশেষ দোয়ার মোনাজাত করা হয়।





