নানা আয়োজনে না’গঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত

0
নানা আয়োজনে নারায়ণগঞ্জে দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ দেশের বিভিন্ন জেলার শত শত কবির উপস্থিতিতে ‘শান্তির পৃথিবী চাই,  ন্যায়-সুন্দর স্বদেশ চাই ‘ শ্লোগানকে ধারণ আন্তর্জাতিক লেখক দিবস ২০২৫ উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর উদ্যোগে দিনব্যাপী ‘বাংলাদেশ লেখক সম্মেলন ২০২৫-২৬’ অনুষ্ঠিত হয়েছে ।

আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের সিধান্ত অনুযায়ি শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে কবি সাহিত্যিকবৃন্দ জড়ো হতে শুরু করে। নয়টা পয়তাল্লিশ মিনিটে শুরু হয় কবিতার শান্তিযাত্রা। ১০ টার মধ্যে জেলা পরিষদ প্রাঙ্গন পরিনত হয় কবি লেখকদের মিলন মেলায়। পরে সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী বাংলাদেশ লেখক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কবি ও গবেষক আমিনুল ইসলাম।

উদ্বোধনী পর্বে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ-এর সমন্বয়ক কবি শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গল্পকার শাওন আসগর, ছড়াকার ইউসুফ আলী এটম, কবি বাবুল আনোয়ার, কবি মাহবুবা ফারুক। এছাড়াও কবি মাকসুদা ইয়াসমিনের সঞ্চালনায় এ পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি শেলী সেলিনা। কোরআন তেলওয়াত, জাতীয় সঙ্গীত, বেগম খালেদা জিয়া, শহীদ হাদিসহ সকল মৃত লেখক ও শহীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বেলা সোয়া ১১টায় সেমিনার পর্বে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ -এর আহবায়ক কবি ও কথাশিল্পী ফরিদুল মাইয়ানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কবি আসাদুল্লাহ, মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি করীম রেজা। এছাড়াও আলোচনা করেন কবি ও নাট্যকার জালাল উদ্দিন নলুয়া, প্রাবন্ধিক আসফাকুজ্জামান, কবি এবিএম সোহেল রশিদ। কবি মাসুদ রানা সবুজের সঞ্চালনায় এ পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের যুগ্ম আহবায়ক কবি মোহাম্মদ আল মনির।

দুপুরে চাষাড়া নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, কবি আমিনুল ইসলাম, বাংলাদেশ রাইটার্স ক্লাব সাধারণ সম্পাদক কবি শাহ মোহাম্মদ সানাউল হক, কবি আসাদুল্লাহ, গল্পকার শাওন আসগর, কবি ইউসুফ রেজা, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কবি কাজী আনিসুল হক, কবি রমজান বিন মোজাম্মেল, কবি মাকসুদা ইয়াসমিন, কবি নাসিমা, কবি অমিত তারফদার প্রমুখ।

দুপুর আড়াইটায় কবিতা পাঠের প্রথম পর্বে কবি সালমা ডলির সভাপতিত্বে মুখ্যকবি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মাহমুদ হাসান নিজামী। রাজলক্ষ্মী সঞ্চালনায় এ পর্বে পঠিত কবিতার উপর আলোচনা করেন কবি রইস মুকুল। বিকাল সাড়ে ৪ টায় কবিকন্ঠে কবিতাপাঠের ২য় পর্বে কবি আল আশরাফ বিন্ধুর সভাপতিত্বে মূখ্যকবি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার রহীম শাহ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান মানবাধিকার কর্মী মনিরুজ্জামান মনির, পরিবেশবাদী আন্দোলনের নেতা মো: ফজলুল হক ভূইয়া।

কবি সোনিয়া দেওয়ান প্রীতি’র সঞ্চালনায় এ পর্বে আলোচনা করেন কবি রণজিৎ মোদক, কবি ও গীতিকার এস এ শামীম। সন্ধ্যা ৬ টায় সমাপনী পর্বে কবি কাজী আনিসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুজিবুল হক কবীর, প্রাবন্ধিক রাশেদ আহাম্মেদ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার এম আর মঞ্জু। প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন বাংলাদেশ রাইটার্স ক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি শাহ্ মোহাম্মদ সানাউল হক, আলোচনা করেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা।

কবি মিথুন খানের সঞ্চালনায় প্রাণবন্ত সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদুৎ । পাঠ উন্মোচন করা হয় লিটল ম্যাগাজিন ‘কবিতার কম্পাস’, আন্তর্জাতিক লেখক দিবস ২০২৫ স্মারক এবং শুভ উদ্বোধন ঘোষণা করা হয় ছড়াকার রহিম শাহ সম্পাদিত ‘কবিতাবাংলা’ ওয়েব পোর্টাল। এরমাঝে মঞ্চে আসন গ্রহন করেন কবি কাজী আনিসুল হকের মা মেছাঃ শাহিনুর হক। তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন স্থানীয় ও দেশবরেণ্য কবিসাহিত্যিকবৃন্দ।

কবিতাপাঠে শেষ পর্বের শেষে আবৃত্তি পরিবেশন করেন, আবৃত্তিজন মাহমুদুল হাসান, জয়, মিথুন খান। বিভিন্ন পর্বে কবিকন্ঠে কবিতাপাঠ করেন কবি বাপ্পি সাহা, কবি সাজ্জাদ আহমেদ খোকন, জাহাঙ্গীর হোসেন, কবি তাসলিমা আক্তার পারভিন, কবি নুর ইসলাম বাদল, সাথী সরদার, কবি এস এ বিপ্লব, কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি জয়নুল আবেদিন জয়, কবি ওয়ারদে রহমান, কবি কাউসার আক্তার পান্না, কবি সাদ্দাম মোহাম্মদ, কবি শিবির আহমেদ লিটন, কবি শরীফ খান দীপ, কবি লুৎফা জালাল, কবি হাফিজা সাথী, কবি সবিতা দত্ত, কবি এড.মনি গাঙ্গুলি, কবি সেলিম ভূইয়া, কবি নাছিমা রহমান শিউলি, কবি ইসমত আরা, কবি দেলোয়ার হোসেন রাতুল, কবি শারাবান তাহুরা, কবি কামরুন নাহার, কবি জয়ন্ত দাস নিতাই, কবি তারিক সজিব, কবি জহিরুল ইসলাম মিন্টু, কবি মৃদুল সাহা, কবি মানিক প্রধান, কবি গিয়াস উদ্দিন খন্দকার, কবি নুর জাহান নীরা, কবি কাকলী আক্তার, কবি সাখাওয়াত হোসেন আকাশ, কবি সোনিয়া হাসান, কবি অমৃত তরফদার অমিত, কবি ঈশিতা দাস সুপ্তি, কবি সুমি বানী দাস, কবি নুসরাত জাহান নূর, কবি শাবিল, সাবিহা, কবি সৈকত রানা, কবি শাহ আলম ভূইয়া, কবি অলি মোহাম্মদ জুবায়ের, কবি মৃত্যুঞ্জয় দত্ত, কবি নূর আলম আকন্দ, কবি এম ডি সোহেল, কবি বদরুল আলম, কবি আহম্মেদ রউফ, কবি রেজাউল করিম রেজা, কবি জামিল হোসেন, কবি আদিত্য রূপু, কবি সেজান খান, কবি অপু ভূইয়া, কবি শ্যামল দাষ, কবি রুহুল আমিন রুদ্র, শিল্পী রিয়া খান, কবি হারুন অর রশিদ সাগরসহ দেশের বিভিন্ন জেলার কবিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here