রবীন্দ্র সাহিত্য সম্মাননায় ভূষিত না’গঞ্জের সেন্টু-শান্ত

0
রবীন্দ্র সাহিত্য সম্মাননায় ভূষিত না’গঞ্জের সেন্টু-শান্ত

প্রেসনিউজ২৪ডটকমঃ রবীন্দ্র সাহিত্য সম্মাননা ২০২৫ইং-এ ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জের দুই গুণী লেখক সাব্বির আহমেদ সেন্টু ও নজরুল ইসলাম শান্ত। সম্প্রতি দেশ খ্যাতিমান প্রকাশণী সংস্থা ‘বাঙালী’ নানা পর্যালোচনার ভিত্তিতে ড্যান্ডিনগরী নারায়ণগঞ্জের ওই গুণীদ্বয়কে উক্ত সম্মাননায় ভূষিত করা হয়।

এদের মধ্যে সাব্বির আহমেদ সেন্টুকে কথা সাহিত্যে এবং নজরুল ইসলাম শান্তুকে ছড়া সাহিত্যে অবদানের প্রেক্ষিতে এ ঘোষণা দেয়া হয়।  আগামী শনিবার (২৪ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৬ষ্ঠ তলাস্থ মিলনায়তনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাহিত্য সম্মাননা অনুষ্ঠানে তাদের এ সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন এটির প্রকাশক কবি আরিফ নজরুল।

উল্লেখ্য, সাব্বির আহমেদ সেন্টু নারায়ণগঞ্জ বন্দরের কৃতি সন্তান। ব্যক্তিগত জীবনে সে দৈনিক বিজয় পত্রিকা ও সাহিত্যের ছোট কাগজ ‘ধ্রুব’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালণ করছেন। এবার ২০২৫ সালের বইমেলায় উপন্যাসগ্রন্থ স্বপ্নভরা দুটি চোখ ও নাট্যগ্রন্থ শর্টস্ক্রিপ্ট প্রকাশিত হয়। এর আগে ১৯৯৩ সালে কাব্যগ্রন্থ শতাব্দীর শ্লোগান ১৪০০, ১৯৯৭ সালে ছড়াগ্রন্থ স্নেহের নক্ষত্র এবং ২০২৪সালে ছড়াগ্রন্থ ‘‘ছড়ার বুলেট’’ নামে তার আরও ৩টি বই প্রকাশিত হয়।

এছাড়া নজরুল ইসলাম শান্তু একই জেলার ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ এলাকার বাসিন্দা। পেশাগত ক্ষেত্রে শান্ত একজন হোমিও চিকিৎসক। ২০২৪ সালের একুশের বইমেলায় তার একটি দাদুর মাথায় যাদুর টাক ছড়া গ্রন্থটি বেশ আলোড়ন সৃষ্টি করে। এর আগেও আগুন ঝরা ১০০ ছড়া, মায়ের আঁচল, লাল সবুজের গাঁও, অগ্নিকন্ঠ, নিদ্রিতাসহ তার অসংখ্য ছড়া ও কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here