প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক : ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন খ্যাতিমান লেখক, ইমাম শিকদার । তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কৃতি সন্তান। পশ্চিমবঙ্গের ‘আমার আশা ফাউন্ডেশনে’র উদ্যোগে
অনন্য লেখনী ও সঙ্গীত রচনার জন্য লেখক ইমাম শিকদারকে ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে।
আইসিএএলডিআরসি (ভাষাগত ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ), আইআরসিএসসিডি (পশ্চিমবঙ্গ, ভারত), আমার আশা ফাউন্ডেশন (পশ্চিমবঙ্গ, ভারত) আয়োজিত ভারতের পশ্চিমবঙ্গের হাবরার রাজনন্দীনি ব্যাঙ্কুয়েট হলে ৩ জানুয়ারি উক্ত অ্যাওয়ার্ড প্রদান করা হয়।অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবি সম্মানীয় শেখর কুমার কাঞ্জিলাল বিশেষ
অতিথি হিসেবে এই পদক প্রদান করেন।
সমাজ সেবা, চিকিতসা, উন্নয়ন, সাহিত্য , সঙ্গীত প্রভৃৃতি শাখায় বিশেষ অবদান রাখায় জন্য ভারত ও বাংলাদেশের বাঙালিদের মধ্যে এই পদক প্রদান করা হয়।কবি ইমাম হোসেন শিকদার (ডাক নাম ইমাম শিকদার) ১৯৬৯ সালে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার কেশাইর কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা-মৃত কালাই মিয়া শিকদার,মাতা-মৃত বেগম গোলবানু।
তিনি ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা সিটি কলেজ থেকে বিএ পর্যন্ত লেখাপড়া করে কর্মজীবনে প্রবেশ করেন।গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা কবি ইমাম শিকদার গ্রামের মতোই সহজ সরল। গ্রামের আলো বাতাস থেকে তিনি তার লেখার উপাদান সংগ্রহ করেছেন। বহু গুণের অধিকারী কবি ইমাম শিকদারের একাধিক গান ইউটিউবে শোনা যায়,যেগুলো খুবই জনপ্রিয়। তিনি এ পর্যন্ত বহু সম্মাননা দেশ-বিদেশ থেকে গ্রহণ করেছেন।
তার প্রাপ্ত সম্মাননার মধ্যে উল্লেযোগ্য হলো-বন্ধু মিলনমেলা ২০২২ সৌজন্যে ব্যাচ ১৯৮৬ ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গসভা পুরস্কার-২০২৩,আন্তর্জাতিক পুরস্কার ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩ এছাড়াও অনলাইনে তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
তারমধ্যে উল্লেযোগ্য ১ম যৌথ কাব্যগ্রন্থ “স্বপ্ন কাহন-২”, দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থ ” নির্ঘুম প্রহরে”, তৃতীয় যৌথ কাব্য গ্রন্থ “শূন্য দশকের কবি “. চতুর্থ যৌথ কাব্যগ্রন্থ ” আমার ভালো বাসার উঠোনে “, পঞ্চম যৌথ কাব্য গ্রন্থ ” শত কবির শত কবিতা “, ৬ষ্ঠ যৌথ কাব্যগ্রন্থ সময়ের সুর-২ কোথাও কেউ নেই ” ও সপ্তম যৌথ কাব্যগ্রন্থ বাবা মানে বটবৃক্ষ প্রভৃৃতি ।