সৌদি আরবের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি

0
সৌদি আরবের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি

প্রেসনিউজ২৪ডটকমঃ আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আকাশে মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ২২ মার্চ শাবান মাসের শেষদিন হবে। আগামী ২৩ মার্চ রমজান মাস শুরু হবে হবে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি জানিয়েছে।

কমিটির তথ্যমতে, আগামী ২২ মার্চ হবে শাবান মাসের শেষদিন এবং বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা। ইসলামী ক্যালেন্ডারে মাস হয় সাধারণত ২৯ অথবা ৩০ দিনে। মাসের শুরু ও শেষ নির্ভর করে চাঁদ দেখার ওপর। এ জন্য অন্য মাসগুলোর মতো প্রতি বছর রমজানের শুরুর দিনও পূর্বনির্ধারিত হয় না।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রমজানের চাঁদ দেখা নিশ্চিত করতে বুধবারও বৈঠকে বসেবে সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটি।এর আগে, সৌদি কর্তৃপক্ষ দেশটিতে বসবাসরত মুসলিমদের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার অনুরোধ জানিয়েছিল।

খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে যেভাবেই হোক, কেউ নতুন চাঁদ দেখলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালতে জানানোর আহ্বান জানিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here