করোনা মোকাবেলায় সফল কাতার সরকার, ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে

0

প্রেসনিউজ২৪ডটকমঃ সেলিম হোসেন  কাতার থেকে: ২৮ জুলাই থেকে কাতারে করোনাত্তর অবমুক্তির তৃতীয়ধাপে জুমা ও ঈদের নামাজের জন্য শর্তসাপেক্ষে মসজিদ ও ঈদগা খুলে দেওয়া হবে। মসজিদে লোকদের সর্বদা ১.৫ মি দৈহিক দূরত্ব বজায় রাখতে হবে।

মুসল্লিরা তাদের নিজস্ব প্রার্থনা ম্যাটগুলি নিয়ে আসবে। কোরান পড়ার জন্য তাদের ফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করবে। এতরাজ এ্যাপ্স ব্যবহার করবে। ৬০ বছরের বেশি বয়সী লোকেরা, শিশুরা এবং যারা দীর্ঘস্থায়ী অসুস্থতার পরিস্থিতিতে ভুগছেন তাদের ঘরে বসে প্রার্থনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সকল প্রবাসীদের প্রতি অনুরোধ রইলো কাতার সরকারের বিধি নিষেধ গুলো মেনে চলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here