কাতারে মিসাইয়িদে করোনার শেষ রোগীকে বিদায় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

0

প্রেসনিউজ২৪ডটকমঃ সেলিম হোসেন কাতার প্রতিনিধি: কাতারে যেসব হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম একটি মিসাইয়িদ হাসপাতাল। গতকাল সেখানে করোনায় আক্রান্ত সর্বশেষ রোগীদের সুস্থ হওয়ার পর তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় ।

এ সময় উপস্থিত ছিলেন কাতারের স্বাস্থ্যমন্ত্রী ড. হাান মুহাম্মদ আলকুওয়ারি। এর আগে চলতি মাসের শুরুতে রাসলাফফান হাসপাতালেও করোনায় আক্রান্ত সর্বশেষ রোগী সুস্থ হওয়ার পর তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ নিয়ে কাতারের মোট দুটি হাসপাতাল এখন করোনারোগী শূন্য হলো।

গত এপ্রিল মাসের শুরুতে মিসাইয়িদ হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু হয়। কাতারে মোট সাতটি হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক ছিল, তাদেরকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
গত কয়েক মাসে মিসাইয়িদ হাসপাতালে মোট ৬ হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।কাতারে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৯৮৩ জন। তবে বর্তমানে কাতারে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা তিন হাজার ১৯৫ জন।
বাকি সবাই ইতোমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন যা কাতারের চিকিৎসাসেবার অন্যতম সাফল্য হিসেবে ধরা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here