বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রেসনিউজ২৪ডটকমঃ ইউরোপে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি উন্নতির দিকে। তবে সার্বিকভাবে বৈশ্বিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউওইচও) প্রধান ড. টেড্রস আধানম ঘেব্রেয়েসুস এমনটিই মনে করছেন। খবর বিবিসি।

সোমবার (৮ জুন) করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে ডব্লিউওইচও প্রধান বলেন, গত ১০ দিনের ৯ দিনে বিশ্বজুড়ে ১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রবিবার শনাক্ত হওয়াদের মধ্যে ৭৫ শতাংশ পাওয়া গেছে মাত্র ১০টি দেশ থেকে। এই দশ দেশের বেশিরভাগই আমেরিকা ও দক্ষিণ এশিয়ার।

যেসব দেশে পরিস্থিতি স্বাভাবিকের দিকে অথবা উন্নতির দিকে, তাদের আত্মতৃপ্তিতে ভোগা যাবে না বলে সতর্ক করে ড. টেড্রস বলেন, এসব দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে আত্মতৃপ্তিতে ভোগা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৭১ লাখ ৯৩ হাজার ৪৭৬ জন। আর মৃতের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৬১৪ জন। সুস্থ হয়ে উঠেছে ৩৫ লাখ ৩৫ হাজার ৫৫৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here