ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পাশ থেকে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

0
 ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পাশ থেকে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রেসনিউজ২৪ডটকমঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল স্টাফ কোয়ার্টার সংলগ্ন দেয়ালের পাশ থেকে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপাচার্যের বাসভবনের পরিচ্ছন্নতাকর্মীরা একটি ব্যাগ ভর্তি নবজাতকের মরদেহ পেয়ে কেয়ারটেকারকে জানান। এরপর তিনি শাহবাগ পুলিশকে খবর দেন। পরে পুলিশের সহায়তার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। প্রক্টর অধ্যাপক ড.  মাকসুদুর রহমান বলেন, রোকেয়া হলের স্টাফ কোয়ার্টারের দিক থেকে কেউ একজন বাচ্চাটি দেয়ালের উপর দিয়ে উপাচার্যের বাংলোর মধ্যে ফেলে দিয়েছে।

সাধারণত পাশেই মেডিকেল হওয়ায় এ ধরনের মরদেহ আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি। এবার হয়তো তারা মেডিকেলের আশপাশে ফেলতে না পেরে এদিকে এসে সুযোগ পেয়ে ভেতরে ফেলে দিয়েছিল। মরদেহটি দেখে মনে হচ্ছিল সদ্য জন্ম নেওয়া শিশু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here