প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় গৌরীপুরে আজ সোমবার ২৫ সেপ্টেম্বর উপজেলা পরিষদ পাবলিক হলে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩৮টি উচ্চ বিদ্যালয়, ১৫টি মাদরাসা ও ৩টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের দেড় সহ¯্রাধিক ক্ষুদে ক্রীড়াবিদ অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সালমা আক্তার রুবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকছেদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন একাডেমিক সুপার ভাইজার কমল রায় ও সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. ছায়ীদুল হক, মো. রুকুন উদ্দিন, প্রধান শিক্ষক মো. আজিজুল হক, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মঞ্জুরুল হক, শাহ আরশাদুল হক, মোহাম্মদ আব্দুল বারী, পবন চন্দ্র ধর, শাহ মো. মহসীন, এম শাহজাহান, আহাম্মদ হোসেন, আব্দুল মজিদ তালুকদার, গোলাম মোহাম্মদ প্রমুখ। বিজয়ীরা হলেন ফুটবলে চ্যাম্পিয়ান গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, ফুটবল (ছাত্রী) চ্যাম্পিয়ান কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবলে চ্যাম্পিয়ান রামগোপালপুর পাওয়ার জোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় (ছাত্র), কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় (ছাত্রী), রানার্সআপ নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় (ছাত্র), গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (ছাত্রী)।
কাবাডিতে চ্যাম্পিয়ান রামগোপালপুর পাওয়ার জোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় (ছাত্র ও ছাত্রী), রানার্সআপ নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় (ছাত্র), গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (ছাত্রী)। সাঁতার প্রতিযোগিতায় ১০০মিটার মুক্ত ও চিৎ সাঁতারে সিরাজুল ইসলাম শিবলু, স্বর্ণালী, ইয়াসিন আরাফাত শুভ, তৃণা আক্তার, সনামনি, ইতি রাণী, নাঈমা আক্তার, নাবিউল হাসান ওয়ালিদ, আল্পনা, ১০০মিটার বুক সাঁতারে ইতি রাণী, ২০০মিটা মুক্ত সাঁতারে তাজদীদ, তৃণা আক্তার, মাহফুজুর রহমান, সনামনি, রীলে চ্যাম্পিয়ান গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় (ছাত্র), লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় (ছাত্রী)। ৫০মিটার চিৎ সাঁতারে মানিক মিয়া, স্বর্ণালী, ইয়াসিন মিয়া, তরফি আক্তার জরা, ৫০মিটার প্রজাপতি সাঁতারে ইয়াসিন মিয়া, স্বর্ণালী, শাহাদাত কবির তামিম, ৫০মিটার বুক সাঁতারে আল্পনা, রীলে চ্যাম্পিয়ান নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়।