ভোলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও নওরীন হক

0
ভোলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও নওরীন হক

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান শাহীন, ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) নওরীন হক এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন । বৃহস্পতিবার (১৭ আগষ্ট) প্রথম দিন সকাল দশটার থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। এসময় তিনি চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজ,চেয়ারম্যান বাজার অধ্যক্ষ নজরুল ইসলাম ডিগ্রী কলেজ ও শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

চরফ্যাশন উপজেলা এবছর ৬টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলো হলো-চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজ, দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজ, শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ, চেয়ারম্যান বাজার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ, নিলীমা জ্যাকব কলেজ ও আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ কেন্দ্র। চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী মোট ১৩৭ জন, পরীক্ষায় অংশ গ্রহন করেছেন ১৩৭জন।

দুলার হাট আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী মোট ২৬৫ জন। পরীক্ষায় অংশ গ্রহন করেছেন ২৬২ জন, অনুপস্থিত ৩ জন। শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী মোট ১৭০১ জন। পরীক্ষায় অংশ গ্রহন করেছেন ১৬৮৮ জন, অনুপস্থিত ১৩ জন চেয়ারম্যান বাজার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী মোট ৫৮৭ জন। পরীক্ষায় অংশ গ্রহন করেছেন ৫৮২ জন, অনুপস্থিত ৫ জন। নিলীমা জ্যাকব কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী মোট ২৮৯ জন। পরীক্ষায় অংশ গ্রহন করেছেন ২৮৮ জন, অনুপস্থিত ১ জন।

আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী মোট ৩২৮ জন। পরীক্ষায় অংশ গ্রহন করেছেন ৩২৭ জন, অনুপস্থিত ১ জন। শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম সোহেব বলেন, উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক কেন্দ্র পরিদর্শন করেছেন, পরীক্ষার হলে নিরবতা, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন জানান, এ বছর উপজেলায় এইচএসসি ২০২৩ ইং পরীক্ষায় মোট ৩৩০৬ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩২৮৩ জন। এর মধ্যে ২৩ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। কামরুজ্জামান শাহীন/ভোলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here