প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫৮ পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে ভোলা জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এ তথ্য জানানো হয়। ভোলা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় এবার এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১০ হাজার ৭৭৪ জন।
এদিকে প্রথম দিনের পরীক্ষায় ১০ হাজার ৭৭৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করার কথা ছিল। তবে সেখানে ৫৮ জন অনুপস্থিত ছিল। যার ফলে ১০ হাজার ৭১৬ জন পরীক্ষায় অংশ নেয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হুসাইন বলেন, প্রথম দিনে জেলায় শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটা কেন্দ্রের জন্য ট্যাগ অফিসার এবং পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করেছেন।
আশা করছি আগামী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এদিকে ভোলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান ভোলা সদর উপজেলার এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শক করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হুসাইন ও ভোলা সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।