মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। প্রাথমিকভাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিকেলের মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুর ১টায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেছেন শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আমরাও বন্ধ ঘোষণা করবো। বিকেলে বৈঠক করে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর থেকেই অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল-কলেজে পাঠাতে রীতিমতো ভীতির মধ্যে ছিলেন।

এরইমধ্যে অনেকেই সন্তানদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছেন। শিক্ষকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। এরইমধ্যে গতকাল রবিবার থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকেও ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা আসতে শুরু করে। এমন ভীতিকর পরিস্থিতিতে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলো।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন আক্রান্ত হয়েছেন। ৬ হাজার ৫১৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিশ্বের ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু, আক্রান্ত মানুষের সংখ্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here