মহেশপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক হলেন আখতারুজ্জামান

0
মহেশপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক হলেন আখতারুজ্জামান

প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ ও মাদরাসার শ্রেষ্ঠ শিক্ষকদের নির্বাচিত করেছেন। এই প্রক্রিয়ায় এবার ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন আখতারুজ্জামান।

তিনি উপজেলার আলহাজ্ব মফিউদ্দীন একাডেমি রুলীর প্রধান শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির বিচারকরা উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ে আখতারুজ্জামানকে শ্রেষ্ঠ প্রধান  শিক্ষক হিসাবে নির্বাচিত করেছেন।

তিনি আরও বলেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন  দত্তনগর এস.এম ফার্ম মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক (বিদ্যালয় পর্যায়ে)  নির্বাচিত হয়েছেন স্বরুপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম এবং মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছে বৈচিতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সহকারি মৌলভী মোঃ আবুল কালাম আজাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here