তালতলীতে আইডিয়াল স্কুলের উদ্বোধন ও বই বিতরণ

0
আইডিয়াল স্কুলের উদ্বোধন ও বই বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে থানা সংলগ্ন তালতলী আইডিয়াল স্কুলের শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। তালতলী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ছাতনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সিদ্দিক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান।

বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ টিপু সুলতান, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, তালতলী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জাব্বার তালুকদার, তালতলী প্রাণী সম্পদ বিভাগের ডাক্তার সঞ্জয় কুমার ও সাংবাদিক শাহাদাত হোসেন প্রমখ। অন্যদিকে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন অন্বেষা রেসিডেন্সিয়াল স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন শেষে আপষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ও তালতলী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ, রাখাইন নেতা চোমেন মাতুব্বর ও জামাত নেতা মোঃ জালাল পেয়াদা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here